২৬ জুন ২০২৪, বুধবার



ইনজুরিতে ভিনিসিয়ুস জুনিয়র

ক্রীড়া ডেস্ক || ২৯ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
ইনজুরিতে ভিনিসিয়ুস জুনিয়র


দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। রিয়ালের আক্রমণভাগে অবিচ্ছেদ্য এক নাম হয়ে উঠেছেন এই লেফট উইঙ্গার। তবে এবার মৌসুমের শুরুতেই ইনজুরিতে পড়তে হলো ভিনিকে। লা লিগার ম্যাচে সেল্টো ভিগোর বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। 

সোমবার (২৮ আগস্ট) রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।  রিয়াল জানায়, ব্রাজিলিয়ান উইঙ্গার ডান ঊরুর মাংশপেশিতে চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে কমপক্ষে এক মাসের জন্য মাঠের বাইরেই থাকবেন ভিনি। সময়টা ছয় সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে।  

তবে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায়নি রিয়াল। তবে দ্য অ্যাথলেটিকোর বরাত দিয়ে গোলডটকম বলছে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এতে করে রিয়ালের জার্সিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন ভিনি। সেই সঙ্গে হয়ত দেখা যাবে না ব্রাজিলের জার্সিতেও।

আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বে বলিভিয়া (৮ সেপ্টেম্বর) ও পেরুর (১২ সেপ্টেম্বর) বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য সেলেসাওদের স্কোয়াডে রয়েছেন ভিনিসিয়ুস।

সবমিলিয়ে, অক্টোবরের আগে ভিনিসিয়ুসের মাঠে ফিরবেন এমন সম্ভাবনা নেই বললেই চলে। গত মৌসুমে ৫৫ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি রিয়াল সতীর্থদের জন্য আরও ২১ গোল বানিয়েছেন ২৩ বছর বয়সী এ তারকা। আক্রমণভাগে তাকে মিস করবে মাদ্রিদ এটাই বড় সত্য। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন