০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



মেসিহীন ইন্টার মায়ামির বড় হার

ক্রীড়া ডেস্ক || ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম
মেসিহীন ইন্টার মায়ামির বড় হার


হালকা ইনজুরিতে থাকায় আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেনি মেসি। শনিবার (১৬ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে মেসিকেই ছাড়া মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৫-২ গোলের হারেছে মায়ামি।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এদিন লিওনার্দো কাম্পানার গোলে প্রথমে এগিয়ে যায় মায়ামি। তবে ত্রিস্তান মুয়ুম্বা আটলান্টাকে সমতায় ফেরানোর পর মায়ামির কামাল মিলারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক আটলান্টা। এরপর ব্রুকস লেননের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আটলান্টার পক্ষে জিওর্জস গিয়াকউমাকিস ও টাইলর ওলফ আরও দুটি গোল করেন। মায়ামির হয়ে এই অর্ধে ব্যবধান কমান প্রথম গোলটি করা কাম্পানা।

টানা ম্যাচ খেলে ক্লান্ত মেসি। কিছুটা ইনজুরি সমস্যাও আছে তার। ২৮ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হাউস্টন ডায়নামো। তাই তার আগেই দলের সেরা তারকাকে চনমনে করে তুলতে বিশ্রামে রেখেছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক জেরার্দো টাটা মার্টিনো। এদিন এমএলএসের খেলায় তাই মেসিকে ছাড়াই নেমেছিল পয়েন্ট তালিকার তলানির দলটি। ফলও পেয়েছে হাতেনাতে। রীতিমতো বিধ্বস্ত হয়েছে মায়ামি।

শুরুটা অবশ্য আশা জাগানিয়াই ছিল। নিয়মিত গোল করা কাম্পানার গোলে ২৫ মিনিটেই লিড নিয়েছিল টাটা মার্টিনোর দল। তবে এরপরেই আটলান্টা তাণ্ডব শুরু করে।

৩৬ মিনিটে ত্রিস্তান মুয়ুম্বা সমতায় ফেরান আটলান্টাকে। এর পাঁচ মিনিট পরই কামাল মিলারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তিন মিনিট পর ফের বল মায়ামির জালে। এবার গোল করেন ব্রুকস লেনন। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে জয় আটলান্টা।

বিরতি থেকে ফিরে মায়ামি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। গোলও পেয়ে যায়। দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান কমান কাম্পানা।

৭৬ মিনিটে ফের গোল হজম করে মায়ামি। মেসিবিহীন দলটির বিপক্ষে এবার গোল করেন গিয়াকউমাকিস। আর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মেসিদের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন টাইলর ওলফ।

চলতি মৌসুমে লিগে এটি ইন্টার মায়ামির ১৫তম হার। এখন পর্যন্ত ২৭ ম্যাচে মাত্র ৮টিতে জয় পেয়েছে মেসির দল। এছাড়া ৪ ম্যাচে করেছে ড্র। তাতে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে আছে মায়ামি।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন