ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় বলা হয় তাকে। ক্রিকেট মাঠের পাশাপাশি তাকে দেখা যায় বিভিন্ন বিজ্ঞাপনে। এবার এই অলরাউন্ডারের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। শিরোনাম ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ মুক্তি পেতে যাচ্ছে। বুধবার (১২ এপ্রিল) ভক্তদের সঙ্গে এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
মূলত একটি মোবাইল কোম্পানির জন্য তৈরিকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। সবখানেই যে তিনি অলরাউন্ডার, তাই প্রমাণ করে দিলেন সাকিব।
এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজের মাঝপথেই চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। এতে সাকিব ছাড়াও অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।
ঢাকা বিজনেস/এন/