প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তাতে সিরিজ জিততে না পারলেও ড্র করার সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু সিরিজ বাঁচানোর ম্যাচে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। এই হারে ১৫ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো বাংলাদেশ।
১৭২ রান তাড়ায় নেমে ৯১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ব্লাকক্যাপরা। ৮০ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন ইয়াং। নিকোলস ৮৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫০ করে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে ৯ ওভার পর্যন্ত কিউইরা সাচ্ছন্দ্যে ব্যাট করার পর দশম ওভারে গিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন পেসার শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে সাজঘরে ফেরান ফিন অ্যালেন ও ডিন ফক্সক্রফটকে। অ্যালেন ২৬ বলে ২৮ রান করেন ও ফক্সক্রফট শূন্য রান করে মাঠ ছাড়েন।
এর আগে শান্তর নেতৃত্বে চার পরিবর্তন নিয়ে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা ৩৪.৩ ওভারে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায়।
দলীয় ৬ রানে ফেরেন জাকির। অ্যাডাম মিলনের বলে আউট হওয়ার আগে করেন ১ রান। ৮ রানের মাথায় ৫ রান করে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। ভালো শুরু করেছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দলীয় ৩৫ রানে ১৭ বলে ১৮ রান করে ফেরেন তিনি।
দ্রুত ৩ উইকেট হারানোর পর ৫৩ রানের জুটিতে টাইগারদের ভরসা দেখাচ্ছিলেন মুশফিক-শান্ত। কিন্তু ১৮ রান করে মুশফিকও আউট হয়ে যান। পঞ্চম উইকেটে শান্ত আরেকটি জুটি গড়েন মাহমুদউল্লাহর সঙ্গে। রিয়াদ অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ভালো শুরুর পরও ২৭ বলে ২১ রান করে মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
এরপর দারুণ ব্যাটিং করতে থাকা শান্ত। এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারের তৃতীয় শতকের দিকে। কিন্তু ম্যাককঞ্চিয়েকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান তিনি। এতে ৮৪ বলে ৭৬ রান করে ফেরেন শান্ত। শান্তর আউটের পর দলের স্কোরে মাত্র তিন রান যোগ করতে বাকি তিন উইকেট হারায় বাংলাদেশ।
ঢাকা বিজনেস/এমএ/