২৯ জুন ২০২৪, শনিবার



খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা সংবাদদাতা || ৩০ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় স্বপন দাস (৪৫)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার(৩০ আগস্ট) দুপুরে উপজেলার চুকনগর শাহাপুর সড়কের মধুগ্রাম মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্বপন দাস সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার তৈলকুপি গ্রামের কালীপদ দাসের ছেলে।

রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সানোয়ার হোসেন মাসুম তথ্যটি নিশ্চিত করেন।

পুলিশ জানায়,দৌলতপুরগামী একটি ট্রাক মধুগ্রাম মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা ৩ আরোহীর মধ্য স্বপন দাসের ঘটনাস্থলে মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার মিঠাবাড়ি গ্রামের মুজিবুর সরদারের ছেলে মো. হাবিবুর রহমান (৪৫) ও তৈলকুপি গ্রামের মৃত আনার মল্লিকের ছেলে নুর ইসলাম মল্লিক খোকা (৬২)।

রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সানোয়ার বলেন,‘ ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাক ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। সুরতহাল রির্পোটের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন