২৬ জুন ২০২৪, বুধবার



শ্রীলঙ্কায় চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’

বিনোদন ডেস্ক || ০১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:৩২ পিএম
শ্রীলঙ্কায় চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’


বাংলাদেশ হাইকমিশন কলম্বো আয়োজিত ৩ দিনব্যাপী আন্তর্জাতিক বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’। 

এর আগে ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘তুরস্ক চলচ্চিত্র উৎসব’সহ আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশের বাম আন্দোলনের প্রেক্ষাপটে নির্মাণ হয়েছে চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’। ২০২০ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র মুক্তির পর ইতিবাচক দৃষ্টিতে সমালোচিত হয়।

প্রসঙ্গত, গল্পের মূল চরিত্র মানবরতন মুখোপাধ্যায়ের মধ্যবয়স রূপদান করেছেন জাহিদ হাসান শোভন, বৃদ্ধ সময়ে খায়রুল আলম সবুজ ও তরুণ সময়ের রূপদান করেন তাওসিফ সাদমান তূর্য।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, নাজিবা বাশার (ঊর্মিমালা), চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু, মৃণাল দত্ত প্রমুখ। একজন পুলিশ সুপারের ভূমিকায় অভিনয় করেছেন যুক্তরাজ্যের অভিনেতা অ্যান্ড্রু জোনস। ছবিটির বাজেট ছিল ৯৬ লাখ টাকা, যার ৬০ লাখ অনুদান হিসেবে দিয়েছে বাংলাদেশ সরকার।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন