আর কিছু ঘণ্টা পরই নতুন বছর। আর বছরের শেষ দিন উদ্যাপনে ব্যস্ত সবাই। এতে পিছিয়ে নেই তারকারাও। এরই ধারাবাহিকতায় নতুন বছর শুরুর এক দিন আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি রিল পোস্ট করেছেন জয়া। শুরুতেই তিনি বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টি ফার্স্ট উদ্যাপন করতে আতশবাজি বা ফানুস ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারো জীবন যেন বিপন্ন না হয়।’
জয়াকে বরাবরই পরিবেশ ও পশুপ্রেমী তারকা হিসেবে জানেন সবাই। জীবের প্রতি তার অন্যরকম ভালোবাসা কাজ করে। তাই তিনি বলেন, ‘রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী-প্রচণ্ড ভয়ে তারা ছোটাছুটি করে, অনেকেই মারা যায়।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জয়ার। এ ছাড়া হিন্দুস্তান টাইমসের মতে, এ বছর আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের তালিকায় জয়ার নাম রয়েছে শুরুর দিকেই।