নরসিংদীতে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ১২ জন ভিক্ষুকের মাঝে ২৪টি ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) বিকালে রায়পুরা উপজেলা চত্বরে ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সরকার।
আজগর হোসেন বলেন, ‘সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলায় ১২ জন ভিক্ষুককে ২৪টি ছাগল দিয়ে পুনর্বাসন করা হয়েছে। পাশাপাশি তাদের ছাগল লালনপালনের জন্য ২ হাজার টাকা দেওয়া হয়েছে। এসময় ভিক্ষাবৃত্তি করবেন না বলে এই মর্মে তারা অঙ্গীকার করেন৷’
মাহমুদ/এইচ