১৮ মে ২০২৪, শনিবার



বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাই তিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ মার্চ, ২০২৪, ১০:০৩ পিএম
বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাই তিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি: পররাষ্ট্রমন্ত্রী


পাঁচ হাজার বছর আগে উন্মেষ ঘটা বাঙালি জাতি কখনো স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় নেতৃত্বে জাতি স্বাধীনতা অর্জন করেছে। সে জন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।’ রোববার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে  সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুগন্ধা ভবনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, ‘স্বাধীনতার আকাঙ্ক্ষায় তীতুমীর, সূর্যসেন, প্রীতিলতা, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বিদ্রোহ হয়েছে, মুক্তি আসেনি। স্বাধীনতাকে প্রায় ভুলতে বসা বাঙালিকে পলে পলে আন্দোলিত করে জাগিয়ে নিরস্ত্র জাতিকে মন্ত্র শেখালেন বঙ্গবন্ধু। বললেন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধিকার করো। তারপর হ্যামিলনের বংশীবাদকের মতো তার ডাকে এক নদী রক্ত পেরিয়ে বাঙালি স্বাধীনতা পেয়েছে। সে জন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা।’

এ সময় ইসরয়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় নিহত হাজার হাজার শিশুর কথা স্মরণ করে হাছান মাহমুদ  বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের জাতীয় শিশু দিবসটিকে ফিলিস্তিনের গাজায় নিহত হাজার শিশুর স্মৃতির প্রতি উৎসর্গ করতে চাই। গত অক্টোবর থেকে সেখানে ৩২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই শিশু-কিশোর।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষায়তন 'মনু মিয়ার স্কুলে'র শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

 



আরো পড়ুন