২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

র‌্যাফেল ড্র-তে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি জিতলেন নায়িকা মুক্তি

নিজস্ব প্রতিবেদক || ২৬ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম
র‌্যাফেল ড্র-তে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি জিতলেন নায়িকা মুক্তি ভিসতা অ্যান্ড্রয়েড টিভি জিতে উচ্ছ্বসিত চিত্রনায়িকা মুক্তি। তিনি কাল একাধিক পুরস্কার জিতেছেন র‌্যাফেল ড্র-তে


বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ফ্যামিলি ডে অনুষ্ঠিত হলো বুধবার (২৫ ডিসেম্বর। সাভারে বংশী নদীর পশ্চিম তীরে নীলা-বর্ষা রিভার কুইন পার্কে উৎযাপিত হয় দিনটি। 

বড়দিনে আয়োজিত ফ্যামিলি ডে-তে সাংবাদিক, লেখক, প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন সেলিব্রেটিরা অংশ নেন। দিনব্যাপী বিভিন্ন আয়োজনে বৈচিত্রময় সময় কাটে অতিথিদের। 

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। যাতে মোট ১০০ টি পুরস্কার ছিল। র‌্যাফেল ড্র-তে কুপন কিনে ভাগ্যবানরা নানা পুরস্কার জেতেন। এর মধ্যে আকর্ষণীয় একটি পুরস্কার ছিল ভিসতা ইলেকট্রনিক্সের সৌজন্যে ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড (ভার্সন ১১) টেলিভিশন। ৬০৬ নাম্বার কুপনে টিভিটি জেতেন চিত্রনায়িকা মুক্তি। তার হাতে পুরস্কার তুলে দেন ভিসতা ইলেকট্রনিক্সের পরিচালক ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংবাদিক হাফিজ রহমান প্রমুখ। 



আরো পড়ুন