২৬ জুন ২০২৪, বুধবার



সংগীতশিল্পী সুমিত্রা সেন হাসপাতালে

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ পিএম
সংগীতশিল্পী সুমিত্রা সেন হাসপাতালে সুমিত্রা সেন (ফাইল ছবি)


নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সুমিত্রা সেন। ২১ ডিসেম্বর ২০২২ থেকেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার বয়স ৮৯ বছর। 

সুমিত্রা সেনের কন্যা শ্রাবণী সেন জানান, ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সুমিত্রা দেবীর। পাশাপাশি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। আগামী মার্চে ৯০-পূর্ণ করবেন তিনি। 

রবীন্দ্রসংগীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলা সংগীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটেছেন  ছোট মেয়ে শ্রাবণী সেন। রবীন্দ্রসংগীতই চর্চা করে গেছেন। ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিজের ছাপ রেখেছেন।

বেলেভিউ হাসপাতালে চিকিৎসা চলছে সুমিত্রা দেবীর। বর্তমানে তার অবস্থা সংকটজনক। 

শ্রাবণী সেন জানিয়েছেন, গতমাসে ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোনোয় হাসপাতালে ভর্তি করা হয় সুমিত্রা সেনকে। 

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন