২৬ জুন ২০২৪, বুধবার



ভালো খেলার চেষ্টা করবো: লিটন

স্টাফ রিপোর্টার || ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
ভালো খেলার চেষ্টা করবো: লিটন


ব্যক্তিগত ও দলীয় পারফরমেন্স ভালো করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‌‘দেশের হয়ে সবাই সেরাটা খেলার চেষ্টা করে। আগামীকাল শুরু হওয়া নিউজিল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো খেলার চেষ্টা করবো।’

বুধবার (২০ সেপ্টেম্বর) কিউইদের বিপক্ষে সিরিজের একদিন আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান ডানহাতি এই ব্যাটার।

লিটন বলেন, ‘এই সিরিজে তাওহিদ হৃদয়, নাসুম আর শেখ মেহেদী বাদে প্রায় সবাই অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। আমি নিজেও নিয়মিত দলে ছিলাম না। এটা তাদের জন্য বড় সুযোগ। কারণ, সামনে যেহেতু বিশ্বকাপ, সবাইকে দেখার একটা সুযোগ আছে।’

এক সময়ে লাল-সবুজের জার্সিতে অটোচয়েজ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না দিতে পারায় লম্বা সময় ধরেই মাঠের বাইরে তারা। যদিও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের দরজা খুলেছে এই দুই ক্রিকেটারের। তাদের দুজনকেই স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। একাদশে সুযোগ মিললে তাদের থেকে সেরাটাই পাবেন, এমনটাই প্রত্যাশা এই সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাসের।

মাহমুদউল্লাহ-সৌম্য প্রসঙ্গে লিটনের ভাষ্য, ‘দলে তাদের ভূমিকা কি থাকবে, সেটা নিয়ে বলতে চাই না। আসলে সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি আমাদের তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, ৩০ থেকে ৩৫ ওভারের সময় রিয়াদ ভাই ব্যাটিংয়ে যায়, তাহলে উনি ওনার মতোই খেলবেন। ওনি ভালো জানেন, কি করতে হবে। সৌম্যর ক্ষেত্রেও একই অবস্থা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। সাকিবের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে। যে কারণে নতুন যারা সুযোগ পেয়েছেন, তাদের জন্য এটা বড় সুযোগ বলেও দাবি লিটনের।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় দলে সদ্য অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের পোস্ট ঘিরে নানানবিধ আলোচনা হয়েছে। মূলত গত বছরের ৯ সেপ্টেম্বরে তার দেওয়া একটি পোস্টকে ঘিরেই এই আলোচনা। এরপর সব কিছু ছাপিয়ে ভুল স্বীকার করেন তরুণ এই পেসার। তবে তার ইস্যুতে মন্তব্য করেন জাতীয় দলের একাধিক ক্রিকেটারও।

এই ওপেনার বলেন, ‘এখন এত পরিমাণে খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি প্লেয়ারের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না, এই জিনিসটা প্রভাব রাখে।’

এদিকে আগামীকাল ২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা থেকে গড়াবে এই সিরিজের প্রথম ওয়ানডে।

এর আগে, শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন