আল-কাদরি ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার (১০ মে) বিকেলে ইসলামাবাদ পুলিশের সদরদপ্তরে গঠিত বিশেষ আদালতে শুনানি শেষে এই রায় দেয়া হয়। পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পিটিআই প্রধান ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চেয়ে বিশেষ আদালতে আবেদন করে দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক মোহাম্মদ বশির ৮দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রায়ের বিরোধীতা করে পিটিআই প্রধানের আইনজীবী খাজা হারিস বলেন, ‘আল-কাদরি ট্রাস্ট মামলাটি ব্যুরোর পরিধির মধ্যে পড়ে না।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকেরই সুষ্ঠু বিচারের অধিকার আছে। এই শুনানি একটি খোলা আদালতে হতে পারতো। আল-কাদরি ট্রাস্টের আওতায় যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেখানে মানুষ বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে।’
এনএবির আইনজীবীর বলেন, ‘যখন ইমরান খানকে গ্রেপ্তার করা হয় তখন তাকে গ্রেপ্তারি পরোয়ানার কাগজ দেখানো হয়েছিল।
দুর্নীতি মামলায় বুধবার (১০ মে) দুপুরে ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ পুলিশ লাইনস আদালতে হাজির করা হয়।
ঢাকা বিজনেস/এমএ