০৪ মে ২০২৪, শনিবার



ফটো গ্যালারি
প্রিন্ট

কৃষ্ণচূড়ার লালে লালে রঙিন আগারগাঁও

নুরজাহান নুর || ১৩ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
কৃষ্ণচূড়ার লালে লালে  রঙিন আগারগাঁও


প্রকৃতি এখন কৃষ্ণচূড়ার লাল রঙে রাঙা। প্রকৃতি ধরা দিয়েছে নতুনরূপে। গাঢ় লাল, কমলা, হালকা হলুদ রঙের ফুলে ভরে গেছে কৃষ্ণচূড়া গাছের প্রতিটি শাখা।



রাজধানীর আগারগাঁও এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে কৃষ্ণচূড়ার রঙে-রঙে। শনিবার (১৩ মে) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশেই এমন দৃশ্য দেখা গেছে।


কৃষ্ণচূড়ার এই রঙ দেখে যে কারো মনে পড়বে রবি ঠাকুরের লেখা গান, ‘গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী/কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরী।’


 অন্যান্য সময় গাছ ফুলহীন থাকলেও এই সময়ে গাছ ভরে যায় লাল রঙা ফুলে। দেখে চোখ জুড়ায়, মন নেচে ওঠে।


 রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া দেখলে সবারই মনে হয়, এ যেন নীল আকাশ আর সবুজ ঘাসের বুকে প্রকৃতির এক রঙিন আলপনা।


কৃষ্ণচূড়ার এমন বাহারি রূপে মুগ্ধ হয়ে তাই তো কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরী কর্ণে, আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।’ 


গ্রীষ্মের খরতাপে দগ্ধ ধরাতলে ক্লান্ত মানবতার মাথায় শীতল ছায়া ও ছোখে তীব্র রঙের ঝলকানিতে মুগ্ধকর আবেশ ছড়িয়ে কৃষ্ণচূড়া ফুল জানান দেয় তার সৌন্দর্যের।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন