০২ জুন ২০২৪, রবিবার



হিলির কাঁচাবাজারে সবজি আছে, ক্রেতা নেই

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০১ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম
হিলির কাঁচাবাজারে সবজি আছে, ক্রেতা নেই


কোরবানির ঈদের দু’দিন পরও ক্রেতা কম দিনাজপুরের হিলির সবজির বাজারে। বিক্রেতারা  আলু, পটল, ঢেঁড়শ, লাউসহ অন্যান্য পণ্য নিয়ে বসে থাকলেও ক্রেতা না থাকায় অনেকটা অলস সময় পার করছেন। তারা বলছেন, দু’একজন ক্রেতা কাঁচাবাজারে এলেও শুধু শসা, টমোটো কিনতে এসেছেন। অনেকে আসছেন কাঁচামরিচ কিনতে। কিন্তু দাম শুনেই না কিনেই চলে যাচ্ছেন। 

আর ক্রেতারা বলছেন, প্রতিবছরই কোরবানির ঈদের পর এই সবজি একটু কম লাগে। কারণ বাসায় তো মাংস থাকেই। শুধু সালাদ তৈরির জন্য শসা বা টমোটো কিনতে বাজারে এসেছেন তারা।

শনিবার ( ১ জুলাই) কাঁচাবাজারে  কথা হয় পালপাড়া গ্রামের মো. রানা মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, ‘কোরবানির ঈদের পর ৩ থেকে ৪ দিন পর্যন্ত ধনী-গরিব সবার বাড়িতেই কমবেশি কোরবানির মাংস থাকে। তাই, শাক-সবজির বেশি চাহিদা থাকে না।’

রানা মণ্ডল আরও বলেন, ‘ঈদের পরে অনেকের বাড়িতে আত্মীয়-স্বজন বেড়াতে আসে। তাই মাছের একটু চাহিদা বাড়ে। যেহেতু সবারই বাড়িতে কমবেশি আত্মীয়স্বজন আসেন, তাই বিরিয়ানি তৈরি করা হয়। আর বিরিয়ানির সঙ্গে প্রয়োজন পড়ে শসা বা টমেটোর সালাদের। তাই শসা কিনতে বাজারে এসেছি।’

সজবি বিক্রেতা মো. হাফিজুর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘কোরবানির ঈদের পর সবজির চাহিদা কম থাকে। তাই আমরা পরিমাণে কম হলেও সব পণ্যই দোকানে মজুদ রাখি।’

হাফিজুর রহমান আরও বলেন, ‘আজ শনিবার ( ১ জুলাই) পর্যন্ত সরকারি ছুটি।  সরকারি চাকরিজীবীরা গ্রামের বাড়ি চলে গেছেন। আগামীকাল রোববার ( ২ জুলাই) থেকে সরকারি ছুটি শেষ হবে। চাকরিজীবীরা কর্মস্থলে ফিরে আসবেন। তখন আবার বাজারের বিক্রি স্বাভাবিক হয়ে আসবে।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন