২৬ জুন ২০২৪, বুধবার



১৬ জুন মুক্তি পাবে ‘ফিরে দেখা’

বিনোদন ডেস্ক || ০৫ জুন, ২০২৩, ১২:০৬ পিএম
১৬ জুন  মুক্তি পাবে ‘ফিরে দেখা’


ঢাকাই সিনেমার নন্দিত ও জনপ্রিয় নায়িকা রোজিনা। দর্শকদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। এবার সরকারি অনুদানে একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। সিনেমার শিরোনাম ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন রোজিনা।

এই সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। কয়েক মাস আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘ফিরে দেখা’। বিষয়টি নিশ্চিত করেছেন রোজিনা নিজেই। তিনি বলেন, '‘ফিরে দেখা’ মুক্তিযুদ্ধের সিনেমা। ‘ফিরে দেখা’ আমার স্বপ্নের সিনেমা। আমার অনেক ভালোবাসার একটি সিনেমা।'

তিনি আরও বলেন, '১৬ জুন চূড়ান্ত করেছি ফিরে দেখা সিনেমার মুক্তির জন্য। আশা করছি দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সবার ভালোবাসা প্রত্যাশা করছি।'

২০১৯-২০ অর্থবছরে অনুদান পেয়েছিল ‘ফিরে দেখা’। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এ সিনেমার কাহিনি। চিত্রনাট্য লিখেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে সিনেমার গল্প।

‘ফিরে দেখা’ সিনেমায় অভিনয় করেছেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়াসহ অনেকে। এর আগে রোজিনা ‘জীবনধারা’ ও ‘দোলনা’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছিলেন।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন