১৮ মে ২০২৪, শনিবার



ইনিংসের প্রথম বলেই আউট লিটন

ক্রীড়া ডেস্ক || ১৩ অক্টোবর, ২০২৩, ০২:১০ পিএম
ইনিংসের প্রথম বলেই আউট লিটন


বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ। চেন্নাই এর চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ। ভালো শুরুর একটা আশা ছিল। কিন্তু হলো উল্টো। ইনিংসের প্রথম বলেই লিটন আউট। টেন্ট বোল্টের বলে স্যুইপ খেলেছিলেন লিটন। বলে চলে গিয়েছিল ডিপ ফাইন লেগে। সেখানে হেনরি তালুবন্দি করেন ক্যাচ। কোনো রান না করেই দলকে শূন্যতে রেখে বিদায় নিলেন টাইগার ওপেনার লিটন কুমার দাশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ প্রথম ওভার শেষে ১ উইকেটে ৫ রান। 

এদিন এক পরিবর্তন নিয়ে কিউদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের দলেও রয়েছে একটি পরিবর্তন। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ফিরেছেন ওপেনার উইল ইয়াং-এর জায়গায়।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন