১৯ মে ২০২৪, রবিবার



পদত্যাগ করলেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো

ক্রীড়া ডেস্ক || ২৮ ডিসেম্বর, ২০২২, ০৫:৪২ পিএম
পদত্যাগ করলেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো


পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব পালনের কথা থাকলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আর কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে এ তথ্য জানান।

রোববার মিরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে গেছেন ডোমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তিনি।

জালাল ইউনুস বলেন, ‘আমাদের এমন কোচ দরকার, টিমের ওপর ইমপ্যাক্ট থাকে, টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’

বিশ্বকাপ ব্যর্থতার জেরে ২০১৯ সালের সেপ্টেম্বরে স্টিভ রোডসকে ছাঁটাই করে রাসেল ডোমিঙ্গোকে হেড কোচ হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল বিসিবি। তার অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জেতে নিউজিল্যান্ডের মাটিতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে জেতে ওয়ানডে সিরিজ।

টেস্টে হোয়াইটওয়াশ হলেও ভারতের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত লড়াই করে টাইগাররা। এর আগে জেতে ওয়ানডে সিরিজ। 

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন