২৬ জুন ২০২৪, বুধবার



ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

স্টাফ রিপোর্টার || ১৪ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত


রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ‌‘ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। কেন্দ্র ছিল আসাম মেঘালয় রিজিওন। ভূমিকম্পের উৎস ছিল ঢাকা থেকে ২২৮ কিলোমিটার উত্তর-পূর্বে।’ 

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের করিমগঞ্জ থেকে ১৮.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সিলেট থেকে ৩৫.৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, আসামের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫.৭ কিলোমিটার পূর্ব দিকে।  

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন