০২ জুন ২০২৪, রবিবার



ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাংসের দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || ০৭ জুন, ২০২৩, ০৭:০৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাংসের দোকানিকে জরিমানা


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মাংসের দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৭ জুন) সকালে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান। এসময় তিনি বলেন,  উপজেলার ভোলাচং নতুন বাজার ও বাঙ্গোরা মাংসের বাজারে  কসাইরা প্রত্যয়ন পত্র ছাড়া গরু জবাই, নোংরা পরিবেশে ও মূল্য তালিকা সংরক্ষণ না করে মাংস বিক্রি করায় ২টি মাংসের দোকানিকে ৫ হাজার ও  ৬ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সব দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও ডাক্তারের প্রত্যয়ন নিয়ে গরু জবাই করার জন্য সকল দোকানিকে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন