১৮ মে ২০২৪, শনিবার



ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক || ২৬ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার রকেট হামলা


ইউক্রেনের হাসপাতালে এবার রকেট হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২৬ মে) দেশটির পূর্বাঞ্চলে ডিনিপ্রো শহরের একটি  হাসপাতালে রকেট হামলায় ১ জন নিহত ও আহত হয়েছে অন্তত ১৫ জন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক শহরটিতে রকেট ও ড্রোন হামলার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, এটি ছিল দুর্বিষহ  একটি রাত। তীব্র আওয়াজে শত্রুপক্ষ মিসাইল ও ড্রোনের সাহায্যে এই অঞ্চলে ব্যাপক আক্রমণ শুরু করে। হামলায় ৩ ও ৬ বছর বয়সী দু’জন শিশু আহত হওয়ার তথ্য তিনি নিশ্চিত করেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই হাসপাতালে থাকা অন্যদের উদ্ধারে কাজ চলছে। তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে ভবনটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। 

অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাতে তারা রাশিয়া থেকে ছোঁড়া ১৭টি মিসাইল ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে।  এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ডিনিপ্রো ও খারকিভ শহরে আঘাত হানে। এর মধ্যে একটি তেল ডিপোতে আঘাত করে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন