১৮ মে ২০২৪, শনিবার



বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শুরু ৯ মে, দেখা যাবে যে চ্যানেলে

ক্রীড়া ডেস্ক || ০৮ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শুরু ৯ মে, দেখা যাবে যে চ্যানেলে


এ বছর মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ওয়ানডে,টি টোয়েন্টি ও টেস্টে হারায় বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নিতে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মাঠে নামবে আয়ারল্যান্ড।  মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ৩.১৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ বাংলাদেশের কোন টিভি চ্যানেলে সম্ভবত দেখাচ্ছে না। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে ইউরোপিয়ান চ্যানেল প্রিমিয়ার স্পোর্টস। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে  এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ম্যাচটি দেখা যাবে নর্থ আমেরিকা ও ভারতে।

আয়ারল্যান্ডের পাশাপাশি নর্থ আমেরিকায় সরাসরি সম্প্রচার করবে উইলো টিভি । ভারতে ম্যাচটি সরাসরি দেখাবে ফ্যানকোড

উল্লেখ্য, সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে  ৯, ১২ ও ১৪ মে।

ঢাকা বিজনেস/এমএ




আরো পড়ুন