২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



রাতে সৌদিতে মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা!

ক্রীড়া ডেস্ক || ১৫ জানুয়ারী, ২০২৩, ০৭:০১ পিএম
রাতে সৌদিতে মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা!


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তারা স্প্যানিশ সুপারকোপার ফাইনালে মুখোমুখি হচ্ছে। সুপার এল ক্ল্যাসিকো লড়াই বাংলাদেশ সময় আজ (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় শুরু হবে।

এদিকে, একই স্টেডিয়ামে ১৯ জানুয়ারি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং নেইমারের পিএসজির মুখোমুখি হবে আল নাসর এবং আল হিলালের সম্মিলিত একাদশ। যে একাদশে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। অর্থ্যাৎ, মেসি-রোনালদো আবারও মুখোমুখি হতে যাচ্ছেন সৌদি আরবের রিয়াদে।

এক সময় এল ক্ল্যাসিকো মানেই মেসি-রোনালদোর দ্বৈরথ। ধীরে ধীরে সেই দ্বৈরথ শেষ হয়ে গেলো। প্রথমে রোনালদো স্পেন ছাড়লেন। এরপর ছাড়লেন মেসিও। তবে এবার মেসি-রোনালদো না থাকলেও এল ক্ল্যাসিকোয় উত্তাপ আছে। কারণ দুই দলে রয়েছেন দুই সেরা স্ট্রাইকার, করিম বেনজেমা এবং রবার্ট লেওয়ানডস্কি। লড়াইয়ের ভেতর এই দু’জনের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের পর এখনও পর্যন্ত এটাই হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ফুটবল ম্যাচ।

তবে, মেসি না থাকলেও সৌদির রাজধানী রিয়াদে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরে যোগ দেয়ার কারণে সৌদি আরবই এখন তার বাসস্থান। এ কারণে শুক্রবার সাবেক সতীর্থদের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন সিআর সেভেন। সেখানে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়র, কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কিছু সময়ও কাটিয়েছেন তিনি। এরপর এক ফ্রেমে বন্দিও হয়েছেন তারা।

সৌদিতে থাকার কারণে গ্যালারিতে বসেই সাবেক ক্লাব সতীর্থদের সমর্থন জানাবেন পর্তুগিজ ফরোয়ার্ড। মেসি প্যারিসে বসেই শুভ কামনা জানাবেন বার্সেলোনাকে।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন