০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ফের চোখের অপারেশন শুরু

টাঙ্গাইল প্রতিনিধি || ২৭ আগস্ট, ২০২৩, ০৭:৩৮ এএম
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ফের চোখের অপারেশন শুরু


টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দীর্ঘ ৫ বছর পর আবারও শুরু হয়েছে চোখের অপারেশন। এতে সুবিধা পাবে জেলার ৪০ লাখ মানুষ। শনিবার (২৬ আগস্ট) দুইজন রোগীর ছানী অপারেশনের মাধ্যমে এ সেবা চালু হয়। বিনা পয়সায় ভোগান্তি ছাড়া চোখের অপারেশন করাতে পারায় সন্তুুষ্টি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।

জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ এপ্রিল পর্যন্ত হাসপাতালে চোখের বিভিন্ন রকম অপারেশ করা হয়েছে। এর পর বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে চোখের অপারেশন বন্ধ থাকে। এছাড়া গত ৮ মাস বন্ধ থাকার পর ১৬ জুলাই থেকে হাসপাতালের বহিঃবিভাগ নতুন করে চিকিৎসা সেবা শুরু হয়। শনিবার (২৬ আগস্ট) সকালে সখিপুর উপজেলার শেফালি বেগমের ছানি অপারেশনের মাধ্যমে আবার অন্তঃবিভাগ চালু হলো।

সরেজমিনে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগে গিয়ে দেখা যায় দুইজন রোগী অপারেশনের জন্য অপেক্ষা করছেন। সখীপুর উপজেলার জেলখানা রোড এলাকার শেফালি বেগম বলেন, 'বেশ কয়েকমাস ধরে তার চোখে নানা জটিলতা দেখা দিচ্ছিল। জেনারেল হাসপাতালে আসি ডাক্তার দেখাতে। ডাক্তার চোখ দেখার পর অপারেশনের কথা বলেন। অপারেশনের কথা শুনে ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম অনেক টাকা খরচ হবে। হাসপাতালের ডাক্তার জানালেন এখানেই অপারেশ করা যাবে। টাকা লাগবেনা। শুনে খুব খুশি হইছি। আজ অপারেশন হলো।'

বাসাইল উপজেলার কলিয়া গ্রামের মমতা বেগম এসেছেন ছানি অপারেশন করতে। অপারেশন থিয়েটারে চলছে তার অপারেশন। কথা হয় বাইরে অপেক্ষমান তার ছেলের বউ কাঞ্চনের সঙ্গে। তিনি বলেন, 'গত সপ্তাহে শাশুড়িকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার দেখার পর অপারেশন করানোর কথা বলেন। আজ সকালে নিয়ে এসেছি। এখন অপারেশন হচ্ছে। বেসরকারি হাসপাতালে গিয়ে অপারেশন করাতে হলে আমাদের পক্ষে বেশ

কষ্ট হতো।' 

অপারেশন পরিচালনা করা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুল হাই বলেন, 'গত দেড় মাস আগে আমি এখানে যোগ দেই। জুলাই মাসের ১৬ তারিখ থেকে বহিঃবিভাগে রোগী দেখা শুরু করি। আজ দুইজন রোগীর চোখের ছানি অপারেশন করা হলো। ভীষন ভালো লাগছে রোগীদের সেবা দিতে পেরে। আশা করছি এখন থেকে রোগীদের চোখের অপারেশন সেবা নিয়মিত ভাবে দিতে পারবো।'

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক, ডা. খন্দকার মো. সাদেকুর রহমান বলেন, 'দীর্ঘ ৫ বছর হাসপাতালে চোখের অপারেশন বন্ধ থাকায় রোগীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। নানা জটিলতায় তা শুরু করা যায়নি। শনিবার(২৬ আগস্ট) থেকে আবার তা চালু হলো।'

ঢাকা বিজনেস/নোমান/এন



আরো পড়ুন