২৬ জুন ২০২৪, বুধবার



ক্যাম্পাস
প্রিন্ট

পাঠশালার নতুন দায়িত্বে শাকিল-হিরা

নোবিপ্রবি প্রতিনিধি || ২৪ ডিসেম্বর, ২০২২, ০৩:৪২ এএম
পাঠশালার নতুন দায়িত্বে শাকিল-হিরা


সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন "পাঠশালা" এর আগামী এক বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে শাকিল হাসানকে সভাপতি ও হিরা সুলতানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি সানজানা সাদিয়া, রিয়াজুল বারী,যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান, শচীন ভট্টাচার্য, 

 অর্থ সম্পাদক এম রাকিবুল ইসলাম রনি, প্রজেক্ট কো-অর্ডিনেটর কুতুব উদ্দিন, তাহমিনা আক্তার।

আরো রয়েছেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিলন সরকার, জাহিদ হাসান, আইটি সম্পাদক রাইসা মেহজাবিন, তাহসিন ফাইজা চৌধুরী, জয় চন্দ্র রায়, সায়মা তাজমিন, প্রচার সম্পাদক জান্নাতুল শিমু, মুস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা মার্জিয়া, ছাত্র কল্যাণ সম্পাদক আলী হায়দার আকাশ, হিউম্যান রিসোর্স অফিসার জর্জ প্লাবন, মঞ্জুরি ভট্টাচার্য এবং সদস্য হিসেবে রয়েছে জাহিদ হাসান, রাসেল সরকার, সাজিদ আহম্মেদ, আল আমিন এবং রাসেল শেখ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি পাঠশালার যাত্রা শুরু হয়। পাঠশালার কার্যক্রমের মধ্যে রয়েছে-পথ শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা, পথ শিশুদের মধ্যে শিক্ষার সামগ্রী বিতরণ করা, বিভিন্ন জেলায় "হাতে খড়ি" নামে পথ শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন করা, সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা এবং বিভিন্ন বিদ্যালয়ে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে সেমিনার, প্রতিযোগিতার আয়োজন করা।

ফাহিম/এম 



আরো পড়ুন