অযৌক্তিক আন্দোলন ও আবদার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অযৌক্তিক আন্দোলন ও আবদারে ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে। রাস্তা বন্ধ না করে নিজেদের এরিয়ায় কর্মসূচি পালনের অনুরোধ করছি। বুধবার (৫ ফেব্রুয়ারি) গুলশানে নৌ পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উত্তরা থানায় হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় কারণে-অকারণে রাস্তা বন্ধ করে আন্দোলনকারীদের জনদুর্ভোগ সৃষ্টির ব্যাপারে সাংবাদিকদের ভালোভাবে প্রতিবেদন প্রকাশের অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামিদের মধ্যে যারা ভারতসহ দেশের বাইরে আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানান মো. জাহাঙ্গীর আলম।
এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, দেশের বাইরে পালিয়ে থাকা আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানানো হবে। আমি বিশ্বাস করি, দ্রুতই ইন্টারপোল রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেবে।
রেড অ্যালার্ট জারি হলে আশ্রয়দাতা দেশগুলোর পুলিশেরও অপরাধীদের গ্রেফতার করার নীতিগত দায়ভার আসবে বলেও মন্তব্য করেন আইজিপি।