১৮ মে ২০২৪, শনিবার



মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক || ০১ মে, ২০২৩, ১২:০৫ পিএম
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৩৩


মেক্সিকোতে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় নয়ারিত রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত রয়টার্স ও নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেসামরিক সুরক্ষা কর্মকর্তা পেদ্রো নুনেজ জানান, বেসরকারি সংস্থার ওই বাস প্রতিবেশী রাজ্য জালিস্কোর গুয়াদালাজারা থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত নয়ারিতের গুয়াবিটোসের সমুদ্র সৈকতে যাওয়ার সময় রাস্তা থেকে ছিটকে ৪৯ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি। অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা সবাই মেক্সিকোর নাগরিক।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন