১৭ জুন ২০২৪, সোমবার



মাটির দেয়াল ধসে প্রাণ গেলো ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
মাটির দেয়াল ধসে প্রাণ গেলো ভাই-বোনের


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘরের মাটির দেয়াল ধসে মিশু ও রাফিন নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে।  বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত শিশুরা হলো বিজয়নগর  উপজেলার পত্তন ইউনিয়নের  লক্ষ্মীপুর গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে মিশু (১০) ও ছেলে  রাফিন (১২)।  

পুলিশ জানায়,  শুক্রবার রাতে খাওয়ার পর দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন।   রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়েছিল। হঠাৎ পাশের আরেকটি মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে তারা ৫জন আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মান্নাফ মিয়ার মেয়ে মিশু ও ছেলে রাফিনের মৃত্যু হয়।  

ওসি জানান, ভোররাতে মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের ৫জন আহত হয়েছিলেন। এর মধ্যে ২ শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা বিজনেস/আজহার/এনই



আরো পড়ুন