রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দ্য লাইফ সেভিং ফোর্স বাহিনী। বুধবার (৮ মার্চ) এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮।
এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধারকাজ শুরু করে। সূত্র: বাসস
ঢাকা বিজনেস/এনই/