১৯ মে ২০২৪, রবিবার



কক্সবাজারে খুনের মামলায় ৬ আসামির যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি || ২৯ নভেম্বর, ২০২৩, ১১:১১ এএম
কক্সবাজারে খুনের মামলায় ৬ আসামির যাবজ্জীবন


কক্সবাজারের উখিয়ার ইনানীতে বহুল আলোচিত জোড়া খুনের মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের  বিচারক মহিউদ্দিন মুরাদ  এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। 

রায় ঘোষণাকালে দণ্ডিত শাকের আলী  ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায়  ৮ আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডিত আসামিরা হলেন, মুফিদুল আলম সিকদার, আবু কায়সার শিপলু, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী।

মামলার নথীর বরাত দিয়ে বেঞ্চ সহকারী জানান, ২০০১ সালের ২৪ জুলাই জায়গা জমির বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ছলিম উল্লাহ প্রকাশ পুতন আলী মিস্ত্রি ও শামসুল আলম প্রকাশ গুরা মিয়া। পরের দিন এ ঘটনায় উখিয়া থানায় মামলা করেন নাজির হোসেন।  

রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী। আসামি পক্ষে প্রধান আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ।

ঢাকা বিজনেস/আনাম/এনই



আরো পড়ুন