১৮ মে ২০২৪, শনিবার



বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন বাড়তে পারে: আইজিসি

ঢাকা বিজনেস ডেস্ক || ২০ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন বাড়তে পারে: আইজিসি


চলতি মৌসুমে (২০২৩-২৪) বৈশ্বিকভাবে শস্য উৎপাদন ১ শতাংশ বাড়তে পারে বলে মনে করছে দ্য  ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)।  গত ১৬ মার্চ এই বিষয়ে সর্বশেষ প্রকাশিত আইজিসির প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,  চলতি মৌসুমে ২২৮ কোটি ৩০ লাখ টন শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন বাড়লে সরবরাহও বাড়বে। বিক্রি, রপ্তানিসহ মোট বাণিজ্য ১ শতাংশ বেড়ে ৪১ কোটি ১০ লাখ টনে উন্নীত হতে পারে। এশিয়ার বাজারে ভুট্টা ও সরগাম (ঘাসফুল) সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই পরিবর্তন আসতে পারে।

এতে বলা হয়েছে, বর্তমানে ফসলি জমি বেড়েছে। আর এবার ফলনও বেড়েছে উচ্চহারে।  এসব কারণে ২০২৩-২৪ মৌসুমে বিশ্বব্যাপী সয়াবিন উৎপাদন বেড়েছে ২ কোটি ৯০ লাখ টন। এই হিসেবে এবার সয়াবিন উৎপাদন ৩৯ কোটি ৯০ লাখ টন ছাড়িয়ে যাবে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ায় বিপুল পরিমাণে শস্য উৎপাদনের ফলে চলতি মৌসুমে নতুন রেকর্ড তৈরি হতে পারে।  এ শস্যের বাণিজ্য ১৭ কোটি ৩০ লাখ টনের নতুন রেকর্ড তৈরি করবে।  

চলতি মৌসুমে ধানের উৎপাদন ২ শতাংশ বেড়ে ৫২ কোটি ২০ লাখ টন ছাড়িয়ে যাবে। তবে, গমের উৎপাদন  ৮০ কোটি ১০ লাখ টনের জায়গায় কিছুটা কমে ৭৮ কোটি ৭০ লাখ টনে নেমে আসবে।  আর ভুট্টার উৎপাদন ৫ কোটি ২০ লাখ টন বেড়ে যাবে। ফলে ফসলটির উৎপাদন দাঁড়াবে ১২০ কোটি ২ লাখ টনে। 

ঢাকা বিজনেস/এনই/

 



আরো পড়ুন