২৬ জুন ২০২৪, বুধবার



তাহিরপুরে পাহাড়ি ঢলে বন্যার পদধ্বনি

তানভীর আহমেদ: তাহিরপুর (সুনামগঞ্জ) || ১৭ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
তাহিরপুরে পাহাড়ি ঢলে বন্যার পদধ্বনি


টানা চার দিনের ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সবকটি নদ-নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার সীমান্তঘেঁষা জাদুকাটা নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়েছে।  একইসঙ্গে পাটলাই নদীর পানি বেড়েছে ৫ দশমিক ৩ সেন্টিমিটার। তবে জাদুকাটা নদীর পানি বিপদসীমার ২ দশমিক ০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গেলো বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে গেছে।  পাশাপাশি তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে ডুবে যায়। সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। তবে এভাবে পানি বাড়তে থাকলে দু-এক দিনের মধ্যে উপজেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা  করা হচ্ছে।

তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের ব্যবসায়ী লিমন মিয়া বলেন, ‘বন্যার পানিতে আনোয়ারপুরের সড়ক ডুবে গেছে। সুনামগঞ্জ শহরের সঙ্গে উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।’

উপজেলার বালিজুরী গ্রামের ফেরদৌস আলম তারেক বলেন, ‘গত ৩-৪ দিনের বৃষ্টিপাতে হাওরসহ সব জায়গায় পানি বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা হতে পারে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের সব নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন