২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



কিংবদন্তি পেলেকে নিয়ে যা বললেন বিশ্ব তারকারা

ক্রীড়া ডেস্ক || ৩০ ডিসেম্বর, ২০২২, ১১:১২ এএম
কিংবদন্তি পেলেকে নিয়ে যা বললেন বিশ্ব তারকারা


পেলে মারা গেছেন! অনেকেই হয়তো এমন প্রশ্ন করছেন নিজেকে। একটা মানুষের বিশ্বব্যাপী ভক্ত-অনুরাগী, ধারণা করা যায়! তাও আবার দল-মত নির্বিশেষে। রাজনীতি কিংবা খেলার মাঠে দল-মত থাকলেও পেলে ইস্যুতে সবাই এক-অভিন্ন। সবাই যেন তার সতীর্থ। রাশিয়া বিশ্বকাপে পেলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন ভ্লাদিমির পুতিনও। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও পেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছিলেন। ম্যারাডোনাতো ছিলেন এই বিশ্ব কিংবদন্তির শিষ্য। বলা যায়, পেলে শুধু ফুটবলের রাজা ছিলেন না, তিনি ভালোবাসারও প্রতীক ছিলেন। মনের রাজ্যের রাজা ছিলেন তিনি। 

এদিকে, ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সমবেদনা এবং ভালোবাসা আছড়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন রোনালদো-মেসি-নেইমারসহ অনেক তারকা ফুটবলার।

আরও পড়ুন-ফুটবল কিংবদন্তি পেলে না ফেরার দেশে

ফুটবল সম্রাটের মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো পেলের সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ব্রাজিলের সবার প্রতি আমার গভীর সমবেদনা এবং বিশেষ করে এডসন আরান্তেস দু নাসিমেন্তোর পরিবারের প্রতি। একটি ছোট্ট ‘বিদায়’ শব্দ দিয়ে অবিনশ্বর রাজা পেলেকে হারানোর বেদনা প্রকাশে যথেষ্ট নয়। এই মুহূর্তে গোটা ফুটবল বিশ্ব শোকে কাতর। লাখো মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। অতীত বর্তমান এবং সর্বকালীন ক্ষেত্রেই তিনি দৃষ্টান্ত।’

নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথাও এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্প এবং বিনোদনে পরিণত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি বলি পেলের আগে ফুটবল ছিল কেবলই একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছিলেন।’ 

কাতার বিশ্বকাপ জেতা মেসিও পেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। ফেসবুকে ছোট্ট এক বার্তা দিয়ে মেসি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, পেলে।’

রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হয়েও একাধিক রেকর্ড গড়েছেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। নিজের ১৯ বছর বয়সে প্রথম বিশ্বকাপেই ফ্রান্সের সঙ্গে জেতেন ট্রফি। তারপর থেকে পেলের প্রশংসায় ভাসছিলেন এমবাপ্পে। পেলে বলেছিলেন, ‘১৯ বছর বয়সে এমবাপ্পে বিশ্বকাপ জিতেছে। আমি যখন বিশ্বকাপ জিতলাম প্রথমবার, তখন বয়স ছিল ১৭। আমি বিশ্বাস করি নতুন পেলের আবির্ভাব হবে। অনেকেই হয়তো মনে করতে পারে আমি মজা করছি, মোটেই না।’ এমবাপ্পে লেখেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার উত্তরাধিকার কখনও ভোলা যাবে না। শান্তিতে ঘুমান রাজা।’

আরও পড়ুন-শেষ ইচ্ছা অনুযায়ী পেলের শেষকৃত্য

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘পেলের একটি চৌম্বকীয় উপস্থিতি ছিল। তার জীবন ফুটবলের চেয়েও বেশি কিছু। তার সাফল্যময় জীবন সংক্ষেপে বলা সম্ভব নয়। আজ, আমরা সবাই আমাদের প্রিয় পেলের শারীরিক উপস্থিতি হারানোর জন্য শোক করছি, কিন্তু তিনি অনেক আগেই অমরত্ব অর্জন করেছিলেন। এবং তাই তিনি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবেন।’ 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‌‘একটি খেলার মাধ্যমে বিশ্বকে যে একত্রিত করা যায়, তা পেলে দেখিয়েছেন। পেলের সুন্দর সূচনা থেকে কিংবদন্তি হয়ে ওঠা একটি গল্পের মতো। আজ আমি এবং আমার স্ত্রী জিল বাইডেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা তাকে ভালবাসতো তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’ 

ফুটবলাররা ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আরও অনেকেই পেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। শোক বার্তায় পেলে ভক্তদের পাশে থেকেছেন তারা।  

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন