২৬ জুন ২০২৪, বুধবার



দেশের ২ হাজার কিলোমিটার মহাসড়ক উদ্বোধন ২১ ডিসেম্বর

খুলনা সংবাদদাতা || ১৯ ডিসেম্বর, ২০২২, ০৯:৪২ পিএম
দেশের ২ হাজার কিলোমিটার মহাসড়ক উদ্বোধন ২১ ডিসেম্বর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ ডিসেম্বর গণভবন থেকে ভার্চুয়ালি দেশের ৫১টি জেলার বিভিন্ন স্থানের ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষে আয়োজিত খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এতথ্য জানান।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ‌‘সব ক্ষেত্রে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই খুলনা অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। তিনি ২১ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠান সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা এবং সবার সহযোগিতা কামনা করেন।’

সভায় জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় দেশের ৫১টি জেলার মধ্যে খুলনা ও টাঙ্গাইল জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী ২১ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এসময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলবেন। খুলনার জিরোপয়েন্ট থেকে চুকনগর সড়কসহ বিভিন্ন সড়কের উদ্বোধন করবেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, কেএমপি’র উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম, খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তুরান/এম



আরো পড়ুন