২৬ জুন ২০২৪, বুধবার



লাইফ স্টাইল
প্রিন্ট

নিমের তেলে বন্ধ হবে চুলপড়া

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ পিএম
নিমের তেলে বন্ধ হবে চুলপড়া


চুল পড়া বন্ধ করতে কতো কি ব্যবহার করছেন। কিন্তু চুল পড়া কমছে কি? অনেকেই শুধু চুলের যত্ন করছেন। স্ক্যাল্পের যত্ন? চুল ভালো থাকার অন্যতম শর্ত স্ক্যাল্প স্বাস্থ্যকর থাকা। আর স্ক্যাল্প ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন নিমের তেল। 

খুশকির সমস্যা দূর করে নিমের তেল। নিমের অ্যান্টি-ফাঙ্গাল উপাদান স্ক্যাল্পের চুলকানি কমায়। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে নিমের তেল। এককথায়, চুলের জন্য বেশ উপকারী এই তেল। 

ব্যবহার

অন্য যেকোনো তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে। নারকেল তেল, জোজোবা অয়েল বা অলিভ অয়েলের সঙ্গে নিমের তেল মিশিয়ে নিন। এরপর স্ক্যাল্পে ও চুলে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন