১৮ মে ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে ৩৯ কোটি ৭৭ লাখ ডলার

স্টাফ রিপোর্টার || ০২ মার্চ, ২০২৩, ০৪:৩৩ এএম
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে ৩৯ কোটি ৭৭ লাখ ডলার


প্রবাসী বাংলাদেশিরা গত ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা ১০৭ টাকা ডলার হিসাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৭০৫ কোটি টাকা। বুধবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। যেখানে জানুয়ারিতে এসেছিল প্রায় ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার। সে হিসাবে মাস ব্যবধানে প্রবাসী আয় কমেছে ৩৯ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। তবে গত বছরের একই সময়ের তুলনায় ৬ কোটি ৬৭ লাখ ডলার বেশি এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৬ কোটি ১৮ লাখ ডলার।

প্রসঙ্গত, রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করেন, আসন্ন রমজান ও ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসব থাকায় প্রবাসী আয় আগামী মাসে বাড়বে।  

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন