১০ মার্চ ২০২৫, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

আমি কিছুই বলতে চাইনি

রকিবুল হাসান || ০৯ মার্চ, ২০২৫, ১০:০৩ পিএম
আমি কিছুই বলতে চাইনি


কিছু বলতে চাইনি, আমি শুধু বলতে চেয়েছি
মায়ের দিকে তাকাতে পারছি না আর 
মেয়ের দিকে তাকাতে পারছি না আর
নিজেই নিজের চোখ উপড়ে ফেলতে চাই আজ 

আমার মাও আমার দিকে এবার তাকিয়ে 
আছেন বিস্ময়ে 
সন্তান আমার দিকে তাকিয়ে আছেন
অগণন ছাত্র-ছাত্রী তাকিয়ে আছেন
বিস্ময়ে-বিস্ময়ে 

তবে কি আজ নিজের হাতে তুলে নেবো তলোয়ার
তবে কি আজ বারুদে ভরে নেবো নিজের সর্বস্ব
তবে কি আজ পোড়াবো আগুনে নষ্ট সমাজ 
আমার মাকে বাঁচাতে 
বাঁচাতে আমার সন্তানকে  
আজ অগুনতি ফুল বাঁচাতে
তবে কি খুনি হওয়া ছাড়া আর কোনো পথ নেই?



আরো পড়ুন