রাজধানীর বাজারগুলোতে কাঁচামরিচসহ অধিকাংশ সবজির দাম কমতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, এবার সব সবজি উৎপাদন বেশি। তাই দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ প্রতিকেজিতে ৬০-৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে। কাঁচামরিচের দাম কমলেও বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১৮০ টাকা। অপরিবর্তিত রয়েছে আলু, বেগুন,পটলসহ অন্যান্য সবজির দাম। শনিবার (২৯ জুলাই) কাওরান বাজার, মিরপুর-১৩ ,আগারগাঁও তালতলা বাজার, গুলশান-২ ও বাড্ডার বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, প্রতিকেজি লম্বা বেগুন গত সপ্তাহের মতো ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গোল বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে, পটল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।কাকরোল প্রতিকেজি ৫০ টাকা, হাইব্রিড শসা প্রতিকেজি ৪০ টাকা, দেশি শসা প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা, ২০ টাকা কমে প্রতিকেজি ঝিংগা দামে বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। করলা ও উসতা প্রতিকেজি ১০০ টাকা, কচুরলতি ৮০ টাকা, প্রতিকেজি গাজর ১৪০ টাকা, কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে,ইন্ডিয়ান পেঁয়াজ ৫০ টাকা ও দেশি পেঁয়াজ ৭০ টাকা। লাল আলু ৫৫ টাকা ও সাদা হল্যান্ডর আলু ৪০ থেকে ৪৫ টাকা, ঢেড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা থেকে ৫০ টাকা ও কচুর মুখি ৮০।
আগারগাঁও তালতলা বাজারে এসেছেন মোকরিম রানা। তিনি ঢাকা বিজনেসকে বলেন, ‘কাঁচা সবজির দাম আগের মতোই আছে। দুই-একটা সবজি যেমন আজ গোল বেগুন ও কাঁচামরিচ কিছুটা কম দামেই কিনেছি।’
সবজির বাজার অপরিবর্তিত থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকা দরে। তবে প্রতিকেজি সোনালী কক বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩১০ টাকা দরে।
কাওরান বাজারের মুরগি বিক্রেতা ইকবাল ঢাকা বিজনেসকে বলেন, ‘ব্রয়লার মুরগির সরবরাহ প্রায় সময় আপ-ডাউন করে। তাই কোনো সপ্তাহে দাম বাড়বে বা কমবে তা বলা মুশকিল। আমরাও বেশি দামে কিনেছি ব্রয়লার মুরগি। যে কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
মুরগির পাশাপাশি ফার্মের সাদা ও লাল ডিমে ডজন প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। প্রতিডজন লাল ডিম ১৪৫ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে।
বাজারে অপরিবর্তিত রয়েছে গরুর ও খাশির মাংসের দাম। গরুর মাংস ৭৫০ - ৭৮০ টাকা, খাসির মাংস বিক্রি হয়েছে প্রতিকেজি ১১০০ টাকা দরে।
মাংসের বাজার অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে বেড়েছে দাম। ৫০ টাকা বেড়ে শিং মাছ বিক্রি হয়েছে ৬০০ টাকা দরে ।কই আগের মতোই বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৮০ টাকা দরে। বোয়াল মাছ গত সপ্তাহের মতো এখনো ৫৫০ টাকা দরে, মাগুর মাছ ৭০০ টাকা, মাঝারি আকারের তেলাপিয়া প্রতিকেজি ২৪০ টাকা।
ঢাকা বিজনেস/এমএ/