ভূমিকম্পে কাঁপলো ইস্তাম্বুল, আতঙ্কে ছুটলো মানুষ
তুরস্কের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ইস্তাম্বুলে বুধবার দুপুরে আঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প। ৬.২ মাত্রার এই কম্পনে কেঁপে ওঠে এক কোটিরও বেশি মানুষের বসবাসকারী এই শহর। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ইস্তাম্বুলে গত কয়েক বছরে এটিই ছিল অন্যতম প্রবল ভূমিকম্প।
কম্পনের তীব্রতায় বহু মানুষ আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে। কেউ পার্কে আশ্রয় নেয়, কেউ আবার দাঁড়িয়ে থাকে খোলা জায়গায়। শহরের কিছু দোকানপাট তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিলিভরি অঞ্চল, যা ইস্তাম্বুল থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এর গভীরতা ছিল প্রায় ৭ কিলোমিটার। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০২।
পরিবহণ মন্ত্রী আব্দুল কাদির উরালোওগ্লু জানিয়েছেন, সড়ক, বিমানবন্দর, রেল ও সাবওয়ে চলাচলে কোনো সমস্যা হয়নি। তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।
একই সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যম টিজিআরটি জানায়, সরকারি ছুটির দিনে ভূমিকম্পের আতঙ্কে একজন ব্যক্তি ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। ইস্তাম্বুল গভর্নরের দপ্তর থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ভবন ধসের খবর নেই, তবে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর দপ্তর থেকে ভূমিকম্পের সময় কী করণীয়, সে সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে।