২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



অর্থনীতি
প্রিন্ট

এপ্রিলের ২১ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১.৯৬ বিলিয়ন ডলার

ঢাকা বিজনেস ডেস্ক || ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০৪ এএম
এপ্রিলের ২১ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১.৯৬ বিলিয়ন ডলার


২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল মাসের প্রথম ২১ দিনে বৈদেশিক রেমিট্যান্সে এসেছে প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ও দৃঢ় ধারা অব্যাহত রাখার ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে প্রবাসী বাংলাদেশীরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন, তা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। ২০২৪ সালের এপ্রিল মাসের প্রথম ২১ দিনে যেখানে এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার, ২০২৩ সালের একই সময়ে এ অঙ্ক ছিল ১.৩৯ বিলিয়ন ডলার।

চলতি মাসের প্রথম ২১ দিনের রেমিট্যান্স পরিমাণকে বিবেচনায় নিলে বোঝা যায়, এপ্রিলের ২১ তারিখেই একদিনে দেশে এসেছে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, গত বছর পুরো এপ্রিল মাসে দেশে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২.০৪ বিলিয়ন ডলার।

এর আগে মার্চ মাসে দেশের ইতিহাসে রেমিট্যান্সে সর্বোচ্চ প্রবাহ লক্ষ্য করা গেছে—মোট এসেছে ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার, যা একক মাস হিসেবে একটি নতুন রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই ২০২৪ থেকে ২১ এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৩.৭৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.৬ শতাংশ বেশি। ওই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৮.৪৭ বিলিয়ন ডলার।




আরো পড়ুন