০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



এবার বাড়লো মুড়ির দাম

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৯ জুলাই, ২০২৪, ০৭:৩৭ এএম
এবার বাড়লো মুড়ির দাম


দিনাজপুরের হিলিতে এবার বেড়েছে মুড়ির দাম। হাতের তৈরি মুড়ির ও মেশিনে তৈরি মুড়ির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। এক সপ্তাহ আগে হাতে তৈরি মুড়ি প্রতিকেজি ৭০ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর মেশিনে তৈরি মুড়ি ৮০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। 

ক্রেতারা বলছেন, এখন নতুন ধান উঠেছে। হঠাৎ করে মুড়ির দাম বাড়ার কারণ তারা খুঁজে পাচ্ছেন না। আর বিক্রেতারা বলছেন, ধানের দাম বেশি হওয়ার কারণে মুড়ির উৎপাদন খরচ বেশি পড়ছে। তাই তাদের আগের চেয়ে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

মঙ্গলবার (৯ জুলাই) হিলিবাজারে মুড়ি কিনতে এসেছেন মো. মোখলেছুর রহমান। তিনি বলেন, ‘আমি প্রতি সপ্তাহে ১ কেজি করে মুড়ি কিনি। বাড়িতে বাচ্চাসহ নিজেদের খাবার জন্য। এক সপ্তাহ আগে গেলো মঙ্গলবার হাতে তৈরি মুড়ি কিনেছিলাম ৭০ টাকা কেজি দরে। আর আজ প্রতিকেজি মুড়ি কিনতে হলো ৮০ টাকা দরে। কেজিতে ১০ টাকা বেড়েছে মুড়ির দাম।’ 

আরেক মুড়ি ক্রেতা মো. নয়ন মিয়া বলেন, ‘আমি মেশিনে তৈরি প্যাকেটজাত মুড়ি কিনি। কয়েকদিন আগে প্রতিকেজি মেশিনে তৈরি মুড়ি কিনি ৮০ টাকা কেজি দরে। আর আজ প্রতিকেজি মুড়ি কিনতে হলো ৯০ টাকা দরে।’ 

মুড়ি বিক্রেতা  নুর মোহাম্মদ ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা পাইকারি মুড়ি বিক্রেতাদের কাছ থেকে কিনে খুচরা বিক্রি করি। পাইকারি মুড়ি বিক্রেতারা আমাদের বলেছেন, ধানের দাম বেশি। তাই মুড়ি তৈরিতে খরচ বেশি পড়ছে। তাই আগের দামে মুড়ি বিক্রি করা যাচ্ছে না।’

নুর মোহাম্মদ আরও বলেন, ‘এক সপ্তাহ আগে হাতে তৈরি মুড়ি ৬৫ টাকা কেজি দরে কিনে ৭০ টাকা দরে বিক্রি করি। এখন ৭৭ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা দরে বিক্রি করছি। আর প্যাকেটজাত মুড়ির কেজি ছিল ৭৫ টাকা। বিক্রি করতাম ৮০ টাকা। বর্তমানে  ৮৭ টাকায় কিনে ৯০ টাকা বিক্রি করছি।’ 

/ঢাকা বিজনেস/




আরো পড়ুন