০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



আগামীকাল লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৪০ জন

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম
আগামীকাল লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৪০ জন


লেবানন থেকে আগামীকাল মঙ্গলবার ৪০ বাংলা‌দে‌শি নাগ‌রিক দে‌শে ফির‌বেন। তারা বৈরুত থেকে দুবাই হয়ে বিমান‌যো‌গে ঢাকায় ফিরবেন।‌ লেবান‌নের স্থানীয় সময় রোববার রা‌তে এই তথ্য জা‌নায় বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, আগামীকাল ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা হ‌বেন। বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা অব‌্যাহত র‌য়ে‌ছে। সব‌শেষ গত ২১ ন‌ভেম্বর দেশ‌টি থে‌কে ৮২ বাংলা‌দে‌শি দে‌শে ফে‌রে। এ নি‌য়ে ক‌য়েক দফায় লেবানন থে‌কে দে‌শে ফি‌রে‌ছে ৬৯৭ জন।



আরো পড়ুন