মোংলাবন্দরের জলযানের বহরে যুক্ত হলো দুটি শক্তিশালী টাগবোট। শনিবার (১৫ ফেব্রয়ারি ) হংকংয়ের চিওলি শিপ ইর্য়াডে তৈরি করা টাগবোট দুটি বন্দরের বহরে যুক্ত হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান এই তথ্য জানান।
এরপর আজ দুপুরে বন্দরের ৫ নম্বর জেটিতে রেখে উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান। এ সময় তিনি জানান, ইতোপূর্বে মোংলাবন্দরের যে সব টাগবোট রয়েছে এগুলো ৪০ বোলার্ড ক্ষমতার। আর নতুন যুক্ত হওয়া এমটি নীল কমল ও এমটি জয়মনি নামক টাগবোট দুটি ৭০ বোলার্ড ক্ষমতার। এর ফলে এই টাগগুলো বোট বন্দরের বহরে যুক্ত হওয়ায় মোংলাবন্দরের নব দিগন্তের সূচনা হলো।
ঢাকা বিজনেস/বাপ্পা/