২৬ জুন ২০২৪, বুধবার



উল্টে গেলো পর্যটকবাহী বোট, সবাই জীবিত উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা || ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩২ পিএম
উল্টে গেলো পর্যটকবাহী বোট, সবাই জীবিত উদ্ধার


মোংলা বন্দরের পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় সুন্দরবন ঘুরতে আসা ১৩ জন যাত্রী নিয়ে একটি জালিবোট নদীতে উল্টে গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে টুরিস্ট পুলিশের এসআই মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় ডুবে যাওয়া পর্যটকদের চিৎকারে টুরিস্ট পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেছে। 

এসআই জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর কবিরের নেতৃত্বে ১৩ সদস্যের একটি পর্যটকের দল সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলা বন্দরের পিকনিক কর্নারে আসে। সকালে পর্যটকরা পিকনিক কর্নার থেকে জালিবোট যোগে সুন্দরবনের করমজল ইকোপার্ক ও কুমির প্রজনন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। টুরিস্ট বোটটি নদীর মোহনায় পৌঁছালে বোটটি উল্টে যায়। এসময় আশেপাশে অবস্থান করা অন্যান্য টুরিস্ট বোটের চালকদের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করে নিয়ে আসা হয়। 

এসআই বলেন, ‌‘এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সবাই স্বাভাবিক আছেন।’

বাপ্পা/এম



আরো পড়ুন