মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে তৃতীয় দিনের মতো দ্বিতীয় টেস্ট ম্যাচ। শুরুটা টাইগারদের তেমন ভালো কাটেনি। শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং হয়নি বাংলাদেশের ইনিংস। সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ।
ইনিংসে নাজমুল হোসেন শান্ত ৩১ বল খেলে মাত্র ৫ রান এবং মুমিনুল ৯ বল খেলে ৫ রান নিয়ে সাজঘরে ফিরেছেন। সাকিবও ৩৬ বল খেলে ১৩ রান করে আউট। জাকির ১৩৫ বলে করেছেন ৫১ রান, লিটন ৯৮ বলে করেছেন ৭৩ রান। সবচেয়ে বেশি রান করেছেন লিটন।
মিরাজ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। আর আটে নেমে নুরুল হাসান সোহান ওয়ানডে স্টাইলেই ব্যাটিং করতে থাকেন। এক পর্যায়ে ২৯ বলে ৩১ রান তুলে আউট হয়ে যান তিনিও। এভাবে ১০ উইকেটের পতন ঘটে।
ঢাকা টেস্টে বাংলাদেশ দলের প্রথম ইনিংস শেষ হয়েছে ২২৭ রানে। ওই ছোট পুঁজি নিয়ে লিড নেওয়া সম্ভব না হলেও ভারতকে নাগালের মধ্যে রাখার সুবর্ণ সুযোগ ছিল টাইগারদের। কিন্তু ক্যাচ ড্রপ আর স্টাম্পিং মিস করে সফরকারীদের ৩১৪ রান পর্যন্ত যেতে দিয়েছে তারা। ফলে প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছে ৮৭ রানে।
এই টেস্টে প্রথম ইনিংসেই ৮৭ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে দৃঢ়তা দেখিয়েছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। ৬ ওভারে বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ।
ঢাকা বিজনেস/এম