০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



হিলিতে যে দামে বিক্রি হচ্ছে শীতের সবজি

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ৩০ নভেম্বর, ২০২৪, ০১:১১ পিএম
হিলিতে যে দামে বিক্রি হচ্ছে শীতের সবজি


দিনাজপুরের হিলিতে কমেছে শীতকালীন সবধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। দাম কমায় খুশি সাধারণ ক্রেতারা। ক্রেতারা বলছেন,এ সপ্তাহে সবজি কিনে একটু স্বস্তি পাচ্ছি। তবে আরও একটু দাম কমলে ভাল হতো। আর বিক্রেতারা বলছেন,প্রতিবছর মৌসুমের শুরুতে শীতকালীন সবজির দাম চড়া থাকে। পরে বাজারে যখন সবজরি সরবরাহ বাড়ে তখন দাম ধীরে ধীরে কমে আসে। এবারও তাই ঘটেছে। 

শনিবার (৩০ নভেম্বর) সকালে হিলিবাজারে সবজি কিনতে আসা মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এখন সবজি কিনে একটু স্বস্তি পাচ্ছি। গেলো সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাঁচামরিচসহ প্রতিটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে কমেছে। গত শনিবার (২৩ নভেম্বর) প্রতিকেজি বেগুন কিনেছি ৬০ টাকা দরে। আজ শনিবার (৩০ নভেম্বর) কেজিতে ২০ টাকা কমে কিনলাম ৪০ টাকা দরে। একইভাবে কমেছে মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজির স্থলে ৩০ টাকায়, শিম ১২০ টাকা থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।’

আরেক ক্রেতা মো. আবজাল হোসেন বলেন, ‘সবধরনের সবজির দামই কমেছে। কিন্তু আলুর দাম কমছে না। ভারতীয় আলু ৬৫ টাকা কেজি, আর দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ 

আবজাল হোসেন আরও বলেন, ‘কাঁচামরিচ ও পেঁয়াজের দাম কমেছে। কাঁচামরিচ ছিল ৮০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকা। এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।’

হিলি বাজারের সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘মৌসুমের শুরুতে সবধরনের সবজির দাম একটু বেশি থাকে। প্রথমদিকে আমাদের বেশি দামে কিনে বেশি দাম বিক্রি করতে হয়। বর্তমানে বাজারে সবজির সসরবাহ বেড়েছে। তাই ধীরে ধীরে কমে আসছে দামও। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমে আসবে। 




আরো পড়ুন