২৯ জুন ২০২৪, শনিবার



গুচ্ছ পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন : রবি উপাচার্য শাহ্ আজম

ক্যাম্পাস প্রতিনিধি || ১৮ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
গুচ্ছ পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন : রবি উপাচার্য শাহ্ আজম


সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধিনে দ্বিতীয় বারের মতো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২০ মে) 'বি' ইউনিটের  ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বাছাই কার্যক্রম। সারাদেশে একযোগে ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'এ' 'বি' ও 'সি' ইউনিটে মোট ৭৬৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় শাহজাদপুরের পৌর শহরের সিমান্ত পার্টি সেন্টারে গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রস্ততি জানিয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, 'পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সকল প্রকার ব্যবস্থা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। শাহজাদপুরের সকল প্রবেশ পথে ম্যাপ ও আসন বিন্যাসের বোর্ড, দূরের শিক্ষার্থীদের জন্য আবাসন, জরুরী চিকিৎসা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, সার্বিক নিরাপত্তাসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।' 

সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শাহজাদপুরের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য  প্রত্যাশা করেন। 

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার মো. সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজ্ঞান শাখা 'এ' ইউনিটে ৪৭১২, মানবিক শাখা 'বি' ইউনিটে ২২০৬ ও ব্যবসায় শিক্ষা 'সি' ইউনিটে ৭৭৪ জন শিক্ষার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহন করবে। 

ঢাকা বিজনেস/হাবীব/এন  



আরো পড়ুন