০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



আরব-চীন সম্মেলনের প্রথম দিনে ১০ বিলিয়ন ডলারের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক || ১২ জুন, ২০২৩, ০২:৩৬ পিএম
আরব-চীন সম্মেলনের প্রথম দিনে ১০ বিলিয়ন ডলারের চুক্তি


১০ তম আরব-চীন ব্যবসায়িক সম্মেলনের প্রথম দিনে প্রযুক্তি, নবায়নযোগ্য, কৃষি, রিয়েল এস্টেট, খনিজ, সরবরাহ চেইন, পর্যটন ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে ১০ বিলিয়ন ডলার মূল্যের ৩০ টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (১১ জুন) রিয়াদে শুরু হওয়া সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সৌদি গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এতথ্য জানানো  হয়েছে

দেশটির বিনিয়োগমন্ত্রীর মতে, সৌদি সরকার স্বয়ংচালিত গবেষণা, উন্নয়ন, উত্পাদন এবং বিক্রয়, পর্যটন ও অন্যান্য অ্যাপের বিকাশ, রাজ্যে রেল ওয়াগন ও চাকার উত্পাদনের জন্য একটি যৌথ উদ্যোগসহ প্রকল্পের জন্য বেশ কয়েকটি চীনা সংস্থার সঙ্গে চুক্তি করেছে।

সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন: ‘আপনি যদি সৌদি-চীনা বিনিয়োগের বিষয়ে শীঘ্রই আরও ঘোষণা শুনতে পান তবে আমি অবাক হব না।’

তিনি আরও বলেন, ‘দুই দেশের মধ্যে সমন্বয় রয়েছে, যেহেতু রাজ্য তার ভিশন ২০৩০ পরিকল্পনার সঙ্গে অবিচ্ছিন্নভাবে অগ্রসর হচ্ছে, অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অনুসরণ করছে।’

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘যুবরাজ সব ক্ষেত্রে আরব বিশ্ব ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী ও অগ্রসর অংশীদারিত্ব বাড়ানোর জন্য ক্রমাগত প্রচেষ্টা বাড়িয়েছেন।’

সৌদি আরবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন-এর  সফরের কয়েকদিনের মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা হলো। 

ঢাকা বিজনেস/এমএ




আরো পড়ুন