২৬ জুন ২০২৪, বুধবার



ঈদুল আজহায় ৮ দিন বন্ধ থাকবে হিলিবন্দর

দিনাজপুর প্রতিনিধি || ১০ জুন, ২০২৪, ০৬:০৬ পিএম
ঈদুল আজহায় ৮ দিন বন্ধ থাকবে হিলিবন্দর


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী ১৭ জুন সুমলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।  তাই আমদানিকারেরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৪ মে (শুক্রবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার।’ তিনি আরও বলেন, ‘আগামী ২২ মে (শনিবার) থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।’

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

ঢাকা বিজনেস/বুলু/এনই



আরো পড়ুন