০৮ জুলাই ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

মমি-আহ্বান-জোয়ার

কবীর আলমগীর || ০৯ এপ্রিল, ২০২৪, ১২:০০ এএম
মমি-আহ্বান-জোয়ার


মমি 
কাছে যাবো যাবো ভাবি,অগাধ দূরত্বে 
সরিয়ে রেখে তোমাকে নক্ষত্রের দিকে; 
তুমি দূর আকাশের জ্বলজ্বলে নক্ষত্রের নাম।
তুমি মহাকাশ, তুমি যে মহাপৃথিবী!

কিভাবে খুলি অনুভূতির কপাট-জানালা 
হৃদয়ে তুমুল কোলাহল 
তুমি ঝড় হয়ে যাও, আমি স্তব্ধ মমি।

অগোছালো গলিপথে সুর তোলো তুমি 
পথে পথে সুরে সুরে বাজুক এস্রাজ 
তুমি গান হয়ে যাও
আমি নীরবে দাঁড়িয়ে থাকি মমি হয়ে।

আহ্বান
মন খারাপের দিনে আমার বর্ষা হয়ে এসো 
একলা থাকার সময় তুমি আমায় ভালোবেসো 
মন খারাপের দিনে আমার বর্ষা হয়ে এসো

একলা প্রহর, একলা রাতি একলা সময় কাটাই 
ঘুড়ির মতোই উড়ছি দোয়েল হাতেই সুখের নাটাই!
উড়ছে যখন ঘুড়ি তোমার, ঘাসের বুকেই বসো 
একলা থাকার সময় তুমি আমায় ভালোবেসো

মন-সাগরে উঠলো তুফান কাঁপছি থরথরো 
কাঁপন লাগা হাতটি আমার যত্নে তুমি ধরো। 
আমার সকল একলা প্রহর তুমি ভালোবেসো।

জোয়ার 
আজকে কেন উঠলো প্রাণে প্রেম জোয়ারের ঢেউ 
আজকে কেন উথাল নদী, মন বোঝে না কেউ 
আজকে কেন মন মানে না, মানে না মন এই 
আমার মনে আমি যে নেই, বুঝলো কবে সে-ই!

উতলা মন আজকে আমি প্রেম চেয়েছি শুধু 
ভরসা দিক আমাকে আজ, চাই না কিছুই আর 
আসুক কাছে বসুক পাশে মিটুক না সাধ তার

আজকে প্রাণে ঘোর জেগেছে, মন মেতেছে সুরে 
আমার মাঝে হারিয়ে আমি মন সঁপেছি তারে 
আজকে আমার মনের নদী বইছে তো ঢেউ ভারী 
মন-সেতারে উঠেছে সুর সুমধুর সুর তারই।



আরো পড়ুন